প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ
নাগের বাজার ট্রাফিক গার্ডের উদ্যোগে, ইফতার পাটি করেন।
নাগের বাজার ট্রাফিক গার্ডের উদ্যোগে, ইফতার পাটি করেন।
একদিকে যখন চৈত্র মাসের কাটফাটা রৌদ্দুরে মানুষজন ও পশু-পাখী জীবন অষ্টাগত, ঠিক সেই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষদের রমজান মাস চলছে। আর এই উদ্দেশ্যেই নাগেরবাজার থানার ট্রাফিক গার্ডের উদ্যোগে করা হয়েছে ইফতার পার্টি,
উপস্থিত ছিলেন এই ইফতার পার্টিতে ব্যারাকপুর থানার ডিসি সাউথ অনুপম সিং ,এসিপি দমদম টুলটুল বিশ্বাস, এসিপি ট্রাফিক সৌম্য নন্দ সরকার , টি আই ডানলপের সুরজিৎ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন নাগেরবাজার ট্রাফিক গার্ডের ওসি বিশ্বজিৎ দত্ত ও নিমতা ট্রাফিক গার্ডের ওসি সিরাজুল শেখ।
প্রধানত ইফতার পার্টিটা করা হয়েছে পুলিশে কর্মরত মুসলিম ভাইদের জন্য, যাহারা এই উৎসবে ফ্যামিলির সাথে গিয়ে ইফতার করতে পারেননি, তাহাদের মনে একটু আনন্দ দিতেই এই আয়োজন।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি সাউথ জানালেন ,আমরা সব রকম উৎসব ফ্যামিলির সঙ্গে করতে পারি না ,সেই জন্য আমরা আমাদের কর্মীদের সঙ্গে এই আনন্দটা উপভোগ করি। এছাড়াও একজন সিভিক ভলেন্টিয়ার তার কর্তব্য কে সঠিকভাবে পালন করার জন্য, আমরা আজকের দিনে তাকে সম্বর্ধনা দিলাম। আজকের অনুষ্ঠানে সকল কর্মীরা উৎসাহিত এবং কৃতজ্ঞ, এই ধরনের একটি অনুষ্ঠান করে তাদেরকে উৎসাহিত করার জন্য।
“”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.