নগর সংবাদ।।নাটোরে বজ্রপাতে মো. আতাউর রহমান (৫২) নামে কলেজ এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে শিক্ষক আতাউর রহমান নিজ বাড়ির ছাদে শুকাতে দেওয়া ধান তুলতে যান। এ সময় বজ্রপাত হলে তিনি আঘাত পেয়ে পাশের নিচু ভবনের ছাদে ছিটকে পড়েন। টের পেয়ে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তাকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাবিহা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, তার এই অকাল মৃত্যুতে কলেজের সব সহকর্মী ও শিক্ষার্থীরা শোকাহত।