বুধবার ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১:০৪
শিরোনামঃ
খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক খাদ্য শুধু ক্যালরির ব্যাপার নয়, এটি মর্যাদার, ন্যায়ের- প্রধান উপদেষ্টা শ্রীমন্ত শঙ্করদেব এর ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গকে শ্রদ্ধা জানান নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উদ্বোধন ফতুল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব ডিবি পুলিশ পরিচয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট

নায়ক রিয়াজের জন্মদিনটা আজ কোথাও স্মরণ করা হয়নি,অন্য রকম হতে পারতো

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৬, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
  • ১১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নায়ক রিয়াজের জন্মদিনটা আজ কোথাও স্মরণ করা হয়নি,অন্য রকম হতে পারতো

এক সময়ের ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ। আজ (২৬ অক্টোবর) তার জন্মদিন। গত জন্মদিনেও তাকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছিলেন অনুরাগী ও চলচ্চিত্রের স্বজনরা। অথচ আজ কোথাও তাকে স্মরণ করা হয়নি বললেই চলে। শুভেচ্ছা জানাতে ফোন করে তার ফোন বন্ধ পেয়েছেন সবাই। কিন্তু নায়ক রিয়াজের জন্মদিনটা আজ অন্য রকম হতে পারতো।

সিনেমা থেকে হঠাৎ ছিটকে পড়েছিলেন রিয়াজ। আওয়ামী লীগ সরকারের সমর্থনে নেমেছিলেন রাজপথেও। বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যুক্ত হয়ে বক্তৃতা দিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। চট্টগ্রামকে ইউরোপের সঙ্গে তুলনা করে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন। এরপর থেকে চট্টগ্রামে জলবদ্ধতা সৃষ্টি হলেই উঠে আসে রিয়াজের নাম।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রিয়াজ। শুধু তাই নয়, তার নামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামালার অভিযোগে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে গত ৮ অক্টোবর মামলাটি করেন সেলিম হোসেন নামের এক ব্যক্তি। সব মিলিয়ে সময় রিয়াজের অনুকূলে নেই।

অভিনয়ের কারণে রিয়াজ ঢাকার অন্যতম সেরা নায়কদের খাতায় নাম লিখিয়েছিলেন। ১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুতে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, তা কিছু সময়ের জন্য রিয়াজ পূরণ করবেন বলে ভেবেছিলেন অনেকে। তার পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকী। ১৯৯৫ সালে কিংবদন্তি অভিনেত্রী ববিতার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন রিয়াজ। তবে অভিনয়ে আসার ইচ্ছা ছিল না তার। স্বপ্ন ছিল স্থপতি হবেন। কিন্তু হয়ে যান পাইলট। কিন্তু সেটা ছেড়ে চাচাতো বোন ববিতার উৎসাহে সিনেমায় অভিনয় শুরু করেন।

১৯৯৫ সালে ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রিয়াজের অভিষেক। এতে মূল ভূমিকায় ছিলেন জসিম ও শাবানা। সেখানে রিয়াজ অভিনয় করেন শাবানার ছোট ভাইয়ের চরিত্রে। এরপর ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমায় তাকে দেখা যায় কেন্দ্রীয় চরিত্রে। এই ছবির মাধ্যমেই ঢালিউডে পোক্ত হয় তার আসন। ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘হাজার বছর ধরে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রেমের তাজমহল’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শিরি-ফরহাদ’সহ অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমা ছাড়াও অনেক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন রিয়াজ। বিশেষ করে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের অনেক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। প্রযোজক হিসেবেও সফল হয়েছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয়ের কথা’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন তিনি।

সালমান শাহর প্রয়াণের পর রিয়াজ-শাবনূর ও রিয়াজ-পূর্ণিমা জুটি সিনেমাপ্রেমীদের নজর কাড়ে। এ ছাড়া রিয়াজ জুটি গড়েছিলেন পপি, শাওন, মম, তিশা, মাহিদের সঙ্গেও। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell