রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৪
শিরোনামঃ
Logo হাসিনা পালিয়ে গেছে, তার প্রেতাত্মারা এখনো আছে-১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo কলকাতা কর্পোরেশনে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলায় , কর্পোরেশনে বাতিল হয়েছে ছুটি Logo অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত Logo রাঙ্গুনিয়া উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সেটআপ সম্পন্ন Logo সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক Logo আজকের গরমে আমরা বুঝতে পারছি আমাদের গাছ লাগানো কতটা জরুরি-কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী Logo সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo বরানগর ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়,‌ রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং শিল্পী বরণ অনুষ্ঠান। Logo ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা-জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ,ভারতের পাল্টা জবাব চলছে,ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। Logo কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন পালিত হলো.তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে।

নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে ৬/৭ রাউন্ড গুলি ম্যানেজার কাজল সহ ২ গুলিবিদ্ধ নারী সহ আহত ৫

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২৩, ২:২২ পূর্বাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

মহাসিন মুন্সী•মো:রিয়াজ।।নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টে সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে ৬/৭ রাউন্ড গুলি ম্যানেজার কাজল সহ ২ গুলিবিদ্ধ নারী সহ আহত ৫

শত্রুতা ছিল তারা ভাইয়ে ভাইয়ে জীবনযায় সাধারন মানুষের।

Open photo

এসময় ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় একটি রেষ্টুরেন্টে প্রকাশ্য গুলি ছুড়েছে ভবন মালিক আজাহার তালুকদার। এ সময় ওই রেষ্টুরেন্টের ম্যানেজার সফিউর রহমান কাজলসহ দুইজন গুলিবিদ্ধ হন।

লোকজন ভয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে আজাহার তালুকদার  ও তার ভাই আজিজুল হককে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। এরপর পরিস্থিতি শান্ত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিক অপর আহতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চাষাঢ়ার আঙ্গুরা প্লাজায় ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্টুরেন্টে। খবর পেয়ে পুলিশ, ডিবি ঘটনাস্থলে ছুটে যায়। এরআগেই শত শত উৎসুক জনতা ভীড় করে ঘটনাস্থলে।

ওই রেষ্টুরেন্টের অপর এক ম্যানেজার রিপন সাহা জানান, ভবন মালিক আজাহার তালুকদার রেস্টুরেন্টে এসে দোতলায় যান। সেখানে গিয়ে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে চলে যান। কিছুক্ষন পর আবার ফিরে এসে হাতে থাকা পিস্তল থেকে ৬/৭ রাউন্ড গুলি করেন। এতে ম্যানেজার সফিউর রহমান কাজলের হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। তবে তিনি বলতে পারেননি কেন কি কারণে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারকৃত আজিজুল হকের স্ত্রী শারমিন ডলি জানান, পানির বিল নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ ঘটনাটি ঘটে।

এদিকে ‘সুলতান ভাই কাচ্চি’র মালিক  শুক্কুর জানান, ভবন মালিক আজহার তালুকদার এসে বলেন, পানির বিল বাবদ আপনাকে ১০ লাখ টাকা দিতে হবে। আমরা ১০ লাখ টাকা ঋণ হয়ে গেছি। আমি বললাম ১০ লাখ টাকা  কেনো দিবো? আমি তো আপনার কাছ থেকে দোকান ভাড়া নেই নাই।

আর আমি তো পানির বিল প্রতিমাসে দিয়েই যাই। পানিসহ আমার ৮০ হাজার টাকা ভাড়া। পানির জন্য ৫ হাজার, আর ভাড়া ৭৫ হাজার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সাথে পূর্ব কোন শত্রুতা ছিল না। শত্রুতা ছিল তারা ভাইয়ে ভাইয়ে।

তিনি আরও জানান, আমার বাড়িওয়ালা আজিজুল হক। তার কাছ থেকে আমি দোকান ভাড়া নিয়েছি। কিন্তু আজাহার তালুকদার তো আমার কাছে পানির বিল নিয়ে আসতে পারেন না। তিনি তার ভাইয়ের সাথে বুঝবে।

শুক্কুর আরও জানান, পানির বিল নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আজাহার আমাকে খারাপ ভাষায় গালমন্দ করে। পরে আমিও গালি দেই। এরপর সে বলে দাড়া আসতাছি। একথা বলে সে চলে যায়। পরক্ষনে এসে সে গুলি করে। এতে আমার ম্যানেজারসহ ২জন আহত হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান,  ভবন মালিক আজাহার তালুকদার ও তার ভাই আজিজুল হককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell