প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জের জিমখানা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
নারায়ণগঞ্জের নিমতলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে শহরের নিমতলা এলাকায় শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কিশোরগ্যাং লিডার মো. আলতাফ হোসেন হৃদয় (২২), মো. রিফাত মিয়া (২২), মো. ফয়সাল (২১), মো. সানি (২৪) এবং মো. রবিন (২৫)।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে আসছিল। এসময় তাদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, একটি নাকোল ডাস্টার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.