প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারিকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারিকে আটক করে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাস আটক করে পুলিশ।
পরে বাসের যাত্রীদের মাথার ওপরে থাকা কেবিন লাইটের ভেতর (বাসের বডি ফিটিং) থেকে ৫টি বড় বান্ডেলে থাকা ছোট ছোট জিপার প্যাকেটে মোট ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের আইনুদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনার সুশন দুর্গাপুরের হোসেন আলীর ছেলে মাইনুদ্দিন (৩০) ও গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার আশরাফুলের ছেলে সাইফুল ইসলাম (২৩)।
অভিযানের নেতৃত্ব দেয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.