নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের লোহাগড়ার সুফিয়াবাদ কাজীপাড়া এলাকার রফিক আহমদের ছেলে মোহাম্মদ এহসান উল্লাহ (২৩)। অন্যজন ফারাগা মনদোলারচর এলাকার আহমেদ মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার বড় একটি চালান কক্সবাজার থেকে ঢাকার দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ।