নারায়ণগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে প্রায় চার হাজার মসজিদে ও ২৫টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও এবছর দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ জুন) নারায়ণগঞ্জের ঈদের জামাতের এ তথ্য জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন।
তিনি জানান, প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দানে ও প্রায় চার হাজার মসজিদে প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।