বুধবার ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭:০৩
শিরোনামঃ
আলো বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে:কিংবদন্তি অভিনেতা উজ্জ্বল গণভবনে নির্মাণাধীন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন অন্তর্বর্তী সরকারের বোয়ালখালীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারি বেশি দূরে নয়,আমরা সবাই ভোট দেবো-প্রধান উপদেষ্টা শ্রাবণ মাসে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তদের উপচে পড়ছে ভিড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি ৫ আগস্ট-জুলাই গণঅভ্যুত্থান দিবস-সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মেহজাবীন পুরোনো বাংলাদেশে আমরা আর ফিরতে চাই না-তাসনিম জারা কালিয়াকৈর একটি বাসা থেকে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার একই এলাকায় তিনটি রাজনৈতিক দল সংগঠনের কর্মসূচি কোনো ধরনের উসকানি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই- কর্মসূচি শান্তিপূর্ণ সমাপ্তিতে নগরবাসী স্বস্তি প্রকাশ

নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ-উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ণ
  • ৪৬ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ-উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা।সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন

পাঁচ উপদেষ্টা হলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে আসিফ নজরুল বলেন, ‘আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো—এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই, বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের সরকারের শাসন আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে।’তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরেও নারায়ণগঞ্জসহ সারা দেশে জুলাই অপরাধের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর চার্জশিট ৫ আগস্টের মধ্যে দাখিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাগুলো নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হলো।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম, কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের মতো চাঁদাবাজ-লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসন সহায়তা করবে।’অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘একটা সু-নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।

তিনি আরও বলেন, তাদের সম্মানেই প্রথমবারের মতো নারায়ণগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন শুরু হলো। তারা বন্দুকের মুখে নির্ভীকভাবে দাঁড়িয়ে না থাকলে আজকের স্বাধীনতা সম্ভব হতো না। তারা জীবন দিয়েছেন প্রকৃত গণতন্ত্রের জন্য।’শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘সাড়ে ১৫ বছরের দীর্ঘ সংগ্রামে অনেকে নিপীড়ন, গুম, আয়নাঘরে বন্দি হয়েছি। ২৪-এর জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল। আপনারা অগ্নিসময়ের সন্তান। দেশে কোনো আধিপত্যশক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষই তা দমন করবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। সবশেষে উপদেষ্টারা স্মৃতিস্তম্ভের পাশে বৃক্ষরোপণ করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell