নারায়ণগঞ্জ প্রতিনিধি( আড়াইহাজার)
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামীর সমাবেশ হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজার সংলগ্ন থানার মোড়ের সামনে ক্ষুধা, দারিদ্রমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশ থেকে বক্তারা জামায়াতে ইসলামীর সমাজ সেবামূলক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে, দ্বীনের প্রসার ঘটানোর কথা বলেন। একই সঙ্গে জামায়াতকে গণসংগঠনে পরিণত করে ক্ষুধা, দারিদ্রমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর আড়াইহাজার পৌরসভার সভাপতি মো. নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুমিনুল হক সরকার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক অ্যাডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।