প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে যৌথবাহিনির অভিযান-বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন (২) সমন্বয়ক ইয়াবা সহ গ্রেফতার।
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন (২) সমন্বয়ক ইয়াবা সহ গ্রেফতার।
নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে যৌথবাহিনির অভিযান-বৈষম্যবিরোধী ছাএ আন্দোলন (২) সমন্বয়ক ইয়াবা সহ গ্রেফতার।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার '৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির এক সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে (৪) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালনা করে যৌথ বাহিনী। আটকরা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক৷ মো: জিদান হোসেন ও মো: ইকবাল হোসেন। হাসপাতাল ও পুলিশ সূত্র জানা গেছে, খানপুরস্থ" ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মো. জিদান হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিলেন। হাসপাতালের ভেতরে ইয়াবা সেবনসহ বিক্রিও করতেন। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ জানালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের অভ্যন্তর থেকে সংগঠক জিদান হোসেন ও ইকবাল হোসেনকে আটক করা হয়।আরো জানাযায়,ইকবাল নামের ব্যক্তিটি হাসপাতালে দালাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, জিদান হোসেন জেলা কমিটির সংগঠক ছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আমরাও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.