নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামী-স্ত্রী মাদক সহ গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি()বন্দর
নারায়ণগঞ্জ জেলার বন্দরে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বালুরচর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আহম্মদ আলীর ছেলে জিয়াউল (৪২) ও তার স্ত্রী পপি বেগম (৩৮) কে আটক করে বন্দর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করেন বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং–২৬(৯) ২৫) রুজু করে আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা যায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে ইয়াবা ও গাঁজার কারবার চালিয়ে আসছিল। এলাকার স্থানীয়দের অভিযোগ—এরা শুধু নিজেরাই নয়, আরও কয়েকজনকে সাথে নিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত। তাদের পেছনে থাকা শেল্টারদাতা ও মাদক সরবরাহকারীদেরও আইনের আওতায় আনা জরুরি। সচেতন মহল মনে করছে, এদের রিমান্ডে এনে কার কাছ থেকে মাদক সংগ্রহ করে, কোথায় কোথায় সরবরাহ করে এবং কারা এদের সহযোগী—সেসব খুঁজে বের করলে মূল চক্র ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় এনে এলাকাকে মাদকমুক্ত করতে হবে।