প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১:১৫ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে আকাশে শকুন উড়ছে,যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে-সংসদ সদস্য শামীম ওসমান
নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে আকাশে শকুন উড়ছে,যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে-সংসদ সদস্য শামীম ওসমান
আকাশে শকুন উড়ছে। যে কোনো সময় মানচিত্রে থাবা দেবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উপলক্ষে এ আলোচনার সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশে একটা কথাই বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করো বা না করো; ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ হওয়া বেশি দরকার। দেশে ভালো মানুষের বড়ই অভাব। ভণ্ডামি ও চাটুকারিতার কারণে দেশটা নষ্ট হয়ে গেছে।’
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল ও নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.