প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ শহরের বালুরমাঠ বিএনপির মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে , এতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ শহরের বালুরমাঠ বিএনপির মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে , এতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।
দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। এতে বিএনপির ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাবের পেছনে বালুরমাঠ রেলগেট থেকে বিএনপির একটি মিছিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষ শুরু হয়। বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
রোববার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা চলে। পরে পুলিশের রাবার বুলেটের কাছে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, মহানগর যুবদলের নেতা ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন।পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, ‘প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.