নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর তৎপরতায় ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের চুরি হওয়া চায়না থেকে আমদানিকৃত ৫১ লাখ ৬৫ হাজার টাকার জিন্সের ফেব্রিক সফলভাবে উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৩৪৮ রোল ফেব্রিক এবং কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। অভিযানে মাসুম ওরফে বাবু (৩৪) কে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অ্যাডিশনাল ডিআইজি জনাব মো. আসাদুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপারগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত গণমাধ্যমের মধ্যে উল্লেখযোগ্য ছিল: চ্যানেল আই, গ্লোবাল টিভি, চ্যানেল ২৪, দৈনিক আমাদের সময়, মাছরাঙা টিভি, কালের কণ্ঠ, ইন্ডিপেনডেন্ট নিউজ, বাংলা ভিশন, এটিএন বাংলা নিউজ, মোহনা টিভি এবং THE STAR NEWS24.দৈনিক সবুজ বাংলাদেশ,বাংলা খবর সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মিডিয়া ব্যক্তিত্ব।। অ্যাডিশনাল ডিআইজি জনাব মো. আসাদুজ্জামান জানান, চুরি হওয়া মালামাল উদ্ধার অভিযানে প্রাথমিক তদন্তে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আজহারের নাম উঠে এসেছে।
এছাড়া কাভার্ড ভ্যানের চালক নয়ন এবং চট্টগ্রাম বন্দরের লোডিং চালক সাগরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প পুলিশের অঙ্গীকার শিল্প পুলিশের দক্ষতা ও নিষ্ঠার ফলে চুরি হওয়া সমস্ত মালামাল সফলভাবে উদ্ধার হয়েছে। অপরাধ দমনে শিল্প পুলিশ সর্বদা দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ।