শহর প্রতিনিধি।। নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট খানপুর হসপিটাল থেকে (৬৭) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সংবাদের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ে থাকা মৃতদেহ’টি নিজেদের হেফাজতে নেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বুধবার দিবাগত রাতে অজ্ঞাত এক অটোরিকশা চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
হাসপাতাল রেজিস্ট্রার থেকে নিহত বৃদ্ধার নাম মোবারক বলে জানা গেছে। তবে রেজিস্ট্রার থেকে মৃত ব্যক্তির ঠিকানা বা স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, হাসাপতাল কতৃপক্ষের সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। পরে নিহত মোবারকের মরদেহ’টি সাধারণ সুরতহাল করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আপাতত নিহতের নাম জানা গেলেও পরিচয় বা স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, স্বজনের খোঁজে থানা পুলিশ কাজ শুরু করে দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন মোবারক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।