প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ-৪ আসনে সুন্নীজোট মনোনিত সেলিম আহমেদ একতারা প্রতিক নিয়ে গনসংযোগ করেন-সুন্নীগন বেধেছে জোট একতারায় দিবে ভোট।
নারায়ণগঞ্জ-৪ আসনে সুন্নীজোট মনোনিত সেলিম আহমেদ একতারা প্রতিক নিয়ে গনসংযোগ করেন-সুন্নীগন বেধেছে জোট একতারায় দিবে ভোট।
--"আল্লাহ সর্বশক্তিমান
আমার নির্বাচনী- ইশতেহার:
সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার

সকল মানুষের সমান অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষে আমার ৭ দফা অঙ্গীকার:
১.সুশাসন ও ইনসাফ:
আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন এবং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা।
২.নিরাপদ জনপদ: মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন।
৩.পরিবেশ ও জলাবদ্ধতা: আধুনিক ড্রেনেজ সিস্টেম, সেন্ট্রাল ইটিপি স্থাপন এবং দখলকৃত খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়া।
৪.স্বাস্থ্যসেবা: পাড়ায় পাড়ায় সুলভ ক্লিনিক এবং একটি আধুনিক বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ।
৫.নারীর সুরক্ষা ও স্বনির্ভরতা: নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং আত্মনির্ভরশীল হতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৬.কারিগরি ও আইটি বিপ্লব: দক্ষ জনশক্তি গড়তে আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ।
৭.স্বচ্ছতা ও জবাবদিহিতা: সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পেশ করে সততার দৃষ্টান্ত স্থাপন।
আপনার মূল্যবান ভোট হোক নিঃশব্দ বিপ্লব।
তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ি।
মোঃ সেলিম আহমেদ
প্রতিদ্বন্দ্বী প্রার্থী,নারায়ণগঞ্জ-৪
(সংসদীয় আসন ২০৭)
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.