প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:২৫ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে গেলেন
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
‘পরিবেশ না থাকায় পরিবারের চাপে’ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাসুদুজ্জামান।
তিনি বলেন, এই পাঁচ ছয় মাসের আমার অভিজ্ঞতা। আমি এই এলাকার পাড়া-মহল্লায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি গিয়েছি। আপনাদের হয়তো মন ভেঙে যাবে। আমি নির্বাচনটা করবো না। আমি মনোনয়ন কিনবো না।
তিনি আরও বলেন, আমি ক্ষমাপ্রার্থী। আমি জানি কী রকমের কষ্ট আপনারা পাচ্ছেন। আপনাদের স্বপ্নের, আশার জায়গা ছিল। সে আশা ব্যাহত হচ্ছে। এটা আমার জন্য সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি সমাজ কর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.