প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ
নারায়নগঞ্জ জেলায় অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
নারায়নগঞ্জ জেলায় অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতাঃ নারায়নগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী'র আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও ২১ দিন ব্যাপি জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ - ৫ ম ও বিশেষ ধাপের উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর তারিখ হতে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত ড্রেজার পরিদপ্তর, সদর নারায়ণগঞ্জে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ২ নভেম্বর বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ মাহবুবুর রহমান সরকার, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞ্যান কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সর্ববৃহৎ শৃঙ্খালা বাহিনী।এ বাহিনীর সদস্য/ সদস্যাগণ দেশের যে কোন দূর্যোগকালীন সময়ে এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন সহ সরকারের যে কোন প্রয়োজনে দায়িত্ব পালন করে থাকে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য/ সদস্যাগণ গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি।এখানে যারা প্রশিক্ষনের জন্য উপস্থিত আছ তারাই নির্বাচনে র সময় বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।আমি আশা করব তোমাদের উপর অর্পিত দায়িত্ব তোমরা নিষ্ঠার সাথে পালন করবে। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদঃ মিজানুর রহমান চৌধুরী, সার্কেল এ্যাডজুট্যান্ট, আনসার ও ভিডিপি, নারায়ণগঞ্জ, মোহাম্মদঃ মোস্তফা কামাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা,নারায়ণগঞ্জ সদর,নারায়ণগঞ্জ। ওমর ফারুক,উপজেলা প্রশিক্ষক, বন্দর,নারায়ণগঞ্জ উত্তম কুমার দেবনাথ, উপজেলা প্রশিক্ষক,সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ অন্যান্য কর্মচারী ও প্রশিক্ষকগণ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.