নারায়নগঞ্জ -৩ ( সোনারগাঁ) আসনের মাননীয় সাবেক সফল সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা’ র বড় ভাই, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন,এমন গুনিজন ব্যক্তিত্ব কে হাড়িয়ে আমরা শোকাহত মর্মাহত আল্লাহ্ পাক জান্নাত নসীব করুক আমিন,শোকার্তে,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ডটকম,নগর টিভি পরিবারের পক্ষে- আব্দুল রিয়েল রাজা,সম্পাদক, প্রকাশক।