নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার নয়াবাঙ্গগুনি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তানজিদ হোসেন (২১), বরিশাল জেলার কাজিরহাট উপজেলার কাদিরাবাদ গ্রামের স্বপন শেখের ছেলে সজল (২০), আন্ধার মানিক এলাকার ছামসুল হক খলিফার ছেলে সোহাগ হোসেন (২৩), মুলাদি উপজেলার আলিমাবাদ এলাকার শওকত হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৮), শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মোল্লাবাজার প্যাদাকান্দি গ্রামের মৃত নুর হোসেন খানের ছেলে সোহরাব খান (২৮), পটুয়াখালি জেলার বাউফল উপজেলার কাশিপুর গ্রামের মো. রফিক ফকিরের ছেলে বাবলু (১৯), বরগুনা উপজেলার খাজুরতলা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল (২৫)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাবা সুরুজ আলী সাতজনকে আসামি করে মামলা করেছিলেন। পরে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার র্যাব তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করে।
গ্রেফতাররা হলেন- ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকার স্বাধীন ওরফে জয় (২৫), নন্দলালপুরের সুজন (২৭), একই এলাকার জোনায়েদ হোসেন (২৭), পাপ্পু মিয়া (২৩), মো. রানা (২৮), শাহিন চৌধুরী (২২), নকিবুল ইসলাম অনি (২৫), হাসান (২৫), আরিফুল ইসলাম (২০), ফজলে রাব্বি (২১) ও নাঈম হোসেন নিলয় (২০)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোডের একটি বাড়ির দোতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে ডাকতির পাশাপাশি চাঁদবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো