নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকা সোমবার (২ মে) ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ঈদ জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শহরের খানপুর হাসপাতাল রোডে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯টায়। ফতুল্লার কাশিপুর ঈদগাহে সকাল ৭ টায় ও ৮ টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের অন্যতম বৃহৎ ডিআইটি জামে মসজিদ, চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জের ৪১০০ মসজিদে প্রায় ৫ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একই সাথে জেলার প্রায় ২০ টি ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ।
সোমবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন সুত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, এবার জেলায় প্রায় ৪১০০ মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদে এবার শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় ৯শ মসজিদে হবে একাধিক ঈদের জামাত। সব মিলিয়ে এবার ৪১০০ মসজিদে হবে ৫ হাজারের মত ঈদ জামাত। করোনার কারণে দুই বছর সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও এবার থাকছেনা সামাজিক দূরত্ব। এবার জেলার প্রায় ২০ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে যদিও জেলার সকল ঈদগাহের হিসাব ইসলামিক ফাউন্ডেশনে না থাকায় তারা তা দিতে পারেনি। তবে আনুমানিক অন্তত ২০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ঈদগাহে সকাল ৮টার প্রধান জামাতে নামাজ আদায় করবেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সম্প্রতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯ টায়। নারায়ণগঞ্জবাসীর প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।