বৃহস্পতিবার ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:১৯
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি যুব সম্মেলনে- গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চাইনি তো এমন কিছু”রানা কোহিনুর ফিল্ম প্রযোজিত সিনেমা প্রেসক্লাবে প্রেস কনফারেন্স করেন বুক জ্বালা করা সমস্যার সমাধান ঘরোয়া ভাবেই জেনে নিন সচিবালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধিরগঞ্জে কলোনি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার মামলা দিয়ে ভয় দেখানো যাবে না”বিএনপির নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলি-মুখ্য সংগঠক সারজিস আলম। রাজভবন অভিযান করতে গিয়ে, পুলিশের হাতে গ্রেফতার ও আহত কংগ্রেস কর্মীরা। গ্রোথ হচ্ছে না, কর্মংস্থান হচ্ছে না,-উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে চৌহালীতে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে কখন কোথায় লোডশেডিং হবে, সময়সূচী(তালিকাসহ) দেখে নিন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২২, ৯:১০ অপরাহ্ণ
  • ২৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাভুক্ত এলাকাগুলোতে দৈনিক এক ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ সেবা দিচ্ছে ডিপিডিসি সেগুলো হলো- ফতুল্লা, কাজলা, পূর্ব ও পশ্চিম নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও শীতলক্ষ্যা। কোন এলাকায় কখন লোডশেডিং হবে তা অনলাইনে জানিয়ে দিয়েছে ডিপিডিসি।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় সূচি অনুযায়ী লোডশেডিং দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। দৈনিক এলাকাভিত্তিক সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

সেই অনুযায়ী বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো কখন কোথায় লোডশেডিং হবে- সেই সূচি নির্ধারণ করেছে, যা কার্যকর হতে যাচ্ছে মঙ্গলবার। নারায়ণগঞ্জ ডিপিডিসির পূর্ব জোনে লোডশেডিং হবে –

রাত ১২টা হতে ১ টা : নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল, বরফকল।

রাত ১টা হতে ২ টা : মিশনপাড়া ও চাষাঢ়ার রামবাবুর পুকুরপাড়।

রাত ২টা হতে ৩ টা : কালিরবাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি।

রাত ৩টা হতে ৪ টা : নারায়ণগঞ্জ ক্লাব হতে দুই নং রেল গেট।

ভোর ৪টা হতে ৫ টা : ৫নং ঘাট, আল জয়নাল প্লাজা।

ভোর ৫টা হতে ৬ টা : শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ।

ভোর ৬টা হতে সকাল ৭ টা : ডিসির মাঠ, ইউরোট্যাক্স গার্মেন্ট।

সকাল ৭টা হতে ৮ টা : পুরাতন হাজীগঞ্জ।

সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত লোডশেডিংয়ের কোন সিডিউল নাই।

দুপুর ১টা হতে ২টা : তল্লা বড় মসজি, বিবি মরিয়ম স্কুল সংলগ্ন এলাকা।

দুপুর ২টা হতে ৩টা : হাজীগঞ্জ, আইইটি স্কুল ও চেয়ারম্যান বাড়িড়ি।

দুপুর ৩টা হতে বিকেল ৪টা : নয়মাটি, আনন্দ হোটেল, প্লাস্টি ম্যান।

বিকেল ৫টা হতে বিকেল ৬টা : হাজীগঞ্জ খেয়াঘাট, হাস মুরগীর খামার, বিবি মরিয়শ স্কুল ও তল্লা বড় মসজিদ।

সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা : ৫নং ঘাট ও আল জায়নাল প্লাজা।

রাত ৮টা হতে রাত ৯টা : ফায়ার ঘাট, নিতাইগঞ্জ মোড় ও মধ্য নলুয়া।

রাত ৯টা হতে রাত ১০টা : সাহা পাড়া, আশা হল, মিনা বাজার ও টানবাজার পার্ক।

রাত ১০টা হতে রাত ১১টা : নারায়ণগঞ্জ ক্লাব হতে ২নং গেট।

রাত ১১টা হতে রাত ১২টা : খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী।

ফতুল্লা ডিপিডিসি

সকাল ১০টা হতে সকাল ১১টা : দাপা ও শৈলকুড়া।
সকাল ১১টা হতে দুপুর ১২টা : কাঠেরপুল ও সস্তাপুর।
দুপুর ১২টা হতে দুপুর ১টা : কোতালেরবাগ, লালপুর পৌষা পুকুরপাড়।
দুপুর ১টা হতে দুপুর ২টা : সস্তাপুর ও উপজেলা পরিষদ।
দুপুর ২টা হতে বিকেল ৩টা : শেহারচর ও লাল খা।
দুপুর ৩টা হতে বিকেল ৪টা : দাপা ও ইউনিয়ন পরিষদ।
বিকেল ৪টা হতে বিকেল ৫টা : নন্দলালপুর, পিলকুনি জোড়া মসজিদ, পোলপাড় ও দেলপাড়ার কিছু অংশ।
বিকেল ৫টা হতে বিকেল ৬টা : নয়ামাটি, কাঠেরপুল ও বৌবাজার।
বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : পাগলা বাজার ও হিন্দু মন্দির।
সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা :অক্টো অফিস, মাসদাইর, সুগন্ধা হাউজিং, পাগলা বাজার ও রেললাইন।
রাত ৮টা হতে রাত ৯টা : রামারবাগ। রাত ৯টা হতে রাত ১০টা : শিবু মার্কেট, লামাপাড়া, রামারবাগ ও স্টেডিয়াম।

সিদ্ধিরগঞ্জ জোন

রাত ১২টা হতে ১ টা : মৌচাক ও শিমরাইল।
রাত ১টা হতে ২ টা : শুকরসী রোড।
রাত ২টা হতে ৩ টা : সারুলিয়া।
রাত ৩টা হতে ৪ টা : সাইনবোর্ড ও সানারপাড়।
ভোর ৪টা হতে ৫ টা : ভূমিপল্লী ও মাজার।
ভোর ৫টা হতে ৬ টা : এসএসটি বেভারেজ।
ভোর ৬টা হতে সকাল ৭ টা : মালটি ওয়েল, আল আকসা ও প্রগতি স্টিল।
সকাল ৭টা হতে ৮ টা : মিজমিজি ও কালু হাজী।
সকাল ৮টা হতে সকাল ৯টা : মিজমিজি বাতানপাড়া।
সকাল ৯টা হতে সকাল ১০ টা : সিআইখোলা ও কদমতলী।
সকাল ১০টা হতে ১১টা : ভূইয়াপাড়া।
সকাল ১১টা হতে দুপুর ১২টা : ইপিজেড ও সাইলো।
দুপুর ১২টা হতে দুপুর ১টা : আটি।
দুপুর ১টা হতে দুপুর ২টা : হিরাঝিল বাতানপাড়া।
দুপুর ২টা হতে বিকেল ৩টা : এপোলো।
দুপুর ৩টা হতে বিকেল ৪টা : আদমজী ইপিজেড।
বিকেল ৪টা হতে বিকেল ৫টা : কদমতলী।
বিকেল ৫টা হতে বিকেল ৬টা : তাতখানা রোড, গোদনাইল ও কদমতলী।
বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : জুলফিকার স্টিল ও ভূইয়াপাড়া।
সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা : মৌচাক ও শিমরাইল।
রাত ৮টা হতে রাত ৯টা : শুকরসী রোড।
রাত ৯টা হতে রাত ১০টা : সারুলিয়া।
রাত ১০টা হতে রাত ১১টা : সাইনবোর্ড ও সানারপাড়।
রাত ১১টা হতে রাত ১২টা : ভূমিপল্লী ও মাজার।
শীতলক্ষ্যা ডিপিডিসি সকাল ১০টা হতে সকাল ১১টা : ভোলাইল ও দেওভোগ।
সকাল ১১টা হতে দুপুর ১২টা : চর কাশীপুর ও বক্তাবলী।
দুপুর ১২টা হতে দুপুর ১টা : মুসলিমনগর।
দুপুর ১টা হতে দুপুর ২টা : কাশীপুর খিল মার্কেট ও ফকিরবাড়ি।
দুপুর ২টা হতে বিকেল ৩টা : সৈয়দপুর, হাজীপাড়া, শান্তিনগর।
দুপুর ৩টা হতে বিকেল ৪টা : চর কাশীপুর বক্তাবলী, বিসিক মেথরখোলা।
বিকেল ৪টা হতে বিকেল ৫টা : চর সৈয়দপুর, আরাফাতনগর চুলার মাঠ।
বিকেল ৫টা হতে বিকেল ৬টা : পশ্চিম মুক্তারপুর, শীতলক্ষ্যা, কড়ইতলা ও কদমতলী।
বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : মুক্তারপুর ও শাহ সিমেন্ট গলি।
সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা : বকুলতলা ও কাউপাড়া, আছিমতলা ও ভোলাইল।
রাত ৮টা হতে রাত ৯টা : পশ্চিম ধর্মগঞ্জ ও মাওলাবাজার।
রাত ৯টা হতে রাত ১০টা : গুলশান রোড আমতলা ও ধর্মগঞ্জ ডালডা কলোনী।
Seen by Daliya Raj at 21:33
Enter

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell