প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২১, ১১:১৬ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ৪ জনে,আক্রান্ত ২২৪ জন।
নগর সংবাদ।।করোনাভাইরাসের সংক্রামন নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, একজন সদর ও একজন বন্দরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৮৭ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৪২ জনের। এতে আক্রান্ত হয়েছে ২২৪ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২ হাজার ৪৪২ জন। তবে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৮৫ জনের।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৭৯ জন, সদরে মারা গেছেন ৫১ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৪৬ জন, বন্দরে মারা গেছেন ২৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৮ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.