নগর সংবাদ।।করোনাভাইরাসের সংক্রামন নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩জন সোনারগাঁও, একজন বন্দর ও একজন নারায়ণগঞ্জ সদর থানার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩০৫ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৬৯ জনের। এতে আক্রান্ত হয়েছে ১২৬ জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩ হাজার ৭০৬ জন। তবে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ২০ হাজার ২১৮ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৫১ জনের।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৩৭ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন, সদরে মারা গেছেন ৫৪ জন ও আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯০৭ জন, বন্দরে মারা গেছেন ২৭ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৪ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৫ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯২ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৮ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।