প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ১:৩১ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে কে এই টাউট কামরুজ্জামান-৩১ লক্ষ টাকা আর্তসাৎ করে পলাতক।
নারায়ণগঞ্জে কে এই টাউট কামরুজ্জামান
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় ভাড়া বাসা বসত করে শহরের চিন্তিত (টাউট) প্রতারক কামরুজ্জামান ওরফে মুরগী কামরুল। জানাযায়,কামরুজ্জামান ওরফে মুরগী কামরুল, পিতামৃত: নজরুল ইসলাম,গ্রাম,যাটনল,উওর চাদঁপুর,বর্তমানে মিশনপাড়াস্থ জাহানারা বেগমের বাড়ীর ভাড়াটিয়া। প্রতারক কামরুজ্জামান ওরফে মুরগী কামরুল নামে পরিচিত, নারায়ণগঞ্জের বহু ব্যবসায়ীর প্রায় ৩১ লক্ষ টাকা আর্তসাৎ করে পালিয়ে বেড়াচেছ প্রতারক বাটপাড় কামরুজ্জামান।মানুষের টাকা মুরগী ব্যবসার কথা পাটনার করবে বলে ছলাকায় বা চেক দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়,দ্বিগবাবু বাজারে কামরুজ্জামানের প্রতারনায় সর্বশান্ত হয় ব্যবসায়ী হাজী সাহেব একলক্ষ দশহাজার,ব্যবসায়ী কাইয়ুমের কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়,ব্যবসায়ী জালালের সাড়ে চারলক্ষ টাকা,ব্যবসায়ী জনির কাছ থেকে চারলক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃরবিন হোসেনের
কাছ থেকে চার লক্ষ টাকা আর্তসাৎ করার চেষ্টা করছে।প্রতারক কামরুজ্জামানের রয়েছে প্রতারক চক্রের বাহিনী। এ চক্র দ্বারা মানুষ কে ছলা কলায় ব্যবসার কথা বলে বোকা বানিয়ে চালাচ্ছে প্রতারনা ব্যবসা। এছাড়া বহু মানুষের কষ্টে উপার্জিত টাকা আর্তসাৎ করে পথে বসিয়েছে চিন্হিত প্রতারক কামরুজ্জামান ওরফে মুরগী কামরুল। এ ব্যপারে কামরুজ্জামানের প্রতারনার শিকার।মোঃ রবিন হোসেন জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। যার নংআর -১১৮৮ভি- অভিযোগ সূএে জানাযায়,প্রতারক কামরুজ্জামান আত্ন গোপনে থাকে গোপনে রাতে কিছু রেস্টুরেন্টে ঘোড়াফিরা করে। এ ব্যপারে প্রতারণার স্বীকার ব্যবসায়ীরা মামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রতারক কামরুজ্জামান-লক্ষ লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রেখেছেন,, সবাই মামলা করবে বলে জানায়, আমাদের ক্রাইম রিপোর্টার কে।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.