প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ২:০৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে চাঁদাবাজ হাজী গ্রেফতার
নগরসংবাদ।।নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা চাদাঁ দাবী করে হাজী সাহেব নামের দুই চাঁদাবাজ। প্রতিস্ঠিত ব্যবসায়ী ফজর আলীর কাছ থেকে(হাজী সাহেব) পরিচয়ে২ লাখ টাকা চাদা বাদী করে মোবাইল ফোনে।২০শে জুন দুপুরে চাঁদাবাজ আব্দুল কাদির সরকার চাদাঁ আদায়ের জন্য চাসারা ফজর আলীর অফিসে গেলে ফজর আলী সু কৌশলে চাঁদাবাজ কে আটক করে পুলিশে সৌপর্দ করেন।ফজর আলী থানায় এজাহার করলে,এজাহারের ভিত্তিতে হাজী সাহেব পরিচয় দানকারী কাজী বেল্লাল কে সাইন বোর্ড থেকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ ওসি শাহ জামান জানায়,হাজী সাহেব পরিচয় চাঁদাবাজি করতে আসে দুই চাঁদাবাজ। এ ব্যাপারে চাঁদাবাজি মামলা হবে
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.