নগর সংবাদ।। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্হানে দেখাগেছে মামলা-জরিমানা।সরকারের নির্দেশ ক্রমে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে নারায়ণগঞ্জে কঠোর অবস্হানে দেখাগেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শুক্রবার সকাল থেকেই ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, পুলিশ টহলে ছিল। বিভিন্ন স্হানে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা । এদিকে প্রশাসন সূএে জানাগেছে, নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে চাষাড়া, শিবুমার্কেট, ফতুল্লা, সাইনবোর্ড,সিদ্ধিরগঞ্জ সহ গুরুত্বপূর্ণ স্হান গুলোতে চেক পোস্ট বসিয়ে ২৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ হাজার১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বলেন,সরকারের নির্দেশ বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা ও বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দরা মাঠে কাজ করছেন। নারায়ণগঞ্জকে করোনা মুক্ত রাখার জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।