৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য সামনে রেখে স্বত কপোত, বেলুন অবমুক্ত, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হোল বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মাৎ রহিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত ফেরদৌস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস।
স্বাগতবক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. জিনাত সুলতানা। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বিভিন্ন পেশাজীবি ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৭ শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- ঝর্ণা আক্তার, পরিবার কল্যাণ সহকারী, ২/ক, ইউনিট, রূপগঞ্জ। শিরিনা আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, দাউদপুর ইউঃ স্বাস্থ্য ও পঃপঃ কেন্দ্র, রূপগঞ্জ। ইউনিয়ন স্বাস্থ্য পঃকঃ কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ সদর।