প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাধা দেয়ার অভিযোগ
নারায়ণগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাধা দেয়ার অভিযোগ
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ ব্যানার ব্যবহারে বাধা দেয় পুলিশ।
নেতাকর্মীরা জানান, মিছিলের আগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশ বাধা দেয়। পরে ব্যানার ছাড়াই তারা সমাবেশ করে।
ব্যানারে বর্তমান সরকারের চার বছরকে ‘ভোট ডাকাতির চার বছর’ লেখা ছিল।
বাম জোটের সমন্বয়ক হাফিজুল ইসলাম নগর সংবাদ কে বলেন, পুলিশ সদস্যরা ভোট ডাকাতির প্রতিবাদ জানানো ব্যানার সমাবেশে ব্যবহার করতে দেয়নি।
সরকারের স্বৈরাচারি চেহারা ফুটে উঠেছে। আমরা পুলিশের ন্যক্কারজনক এই আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পুলিশ যে স্বৈরাচারের হাতিয়ার আজ তার দৃষ্টান্ত আবারও রাখলো।
এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলার সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন ও সিপিবির নেতা আব্দুল হাই শরিফ সহ অন্যান্য নেতাকর্মীরা
বাধার বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলেননি।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.