রবিবার ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৫২
শিরোনামঃ
Logo আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সেভ দ্য রোড-এর উদ্যেগে গণপরিবহনে নির্যাতন-ধর্ষণরোধে কঠোর শাস্তি ও ৪০% নারী আসনের দাবিতে প্রতিবেদন পাঠ-সমাবেশ ও র‌্যালি Logo শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে,সঙ্গে তনু, আম্বিয়াসহ অসংখ্য বোনের ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Logo ধর্ষকদের ফাঁসি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তিসহ দ্রুত দেশে সংঘঠিত ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে-মধ্যরাতে মিছিল করেন Logo পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে, ১১৫ তম আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত Logo দুই মাস সাতদিন বয়সী এক ছেলে শিশু চুরি,উদ্ধারে চেষ্টা Logo আত্রাইয়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন Logo দিনাজপুর বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo বি এন পি নেতার হুংকার এ শহরে থাকতে হলে চিনতে হবে-ফতেহ মোহাম্মদ রেজা রিপন। Logo ভারত থেকে পণ্যসহ (৩) চোরাকারবারীদের গ্রেফতার করেন-পুলিশ। Logo শনিবার থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

নারায়ণগঞ্জ ডিসি মেধাবী ছাএী নিতুর দায়িত্ব নিলেন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
  • ১২৯ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বিশেষ বেতন দিতে না পারায় নির্বাচনী পরীক্ষায় তিন বিষয়ে ফেল করিয়ে দেয়ার অভিযোগ দেয়া ১০ম শ্রেণির ছাত্রী সেই সুচনা দাস নিতুর সার্বিক দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

প্রসঙ্গত, বিশেষ ক্লাসের ১২ মাসের বেতন ৬ হাজার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সুচনা দাস নিতুকে নির্বাচনী পরীক্ষায় ৩ বিষয়ে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ  উঠে স্কুলের সহকারি প্রধান শিক্ষক লায়লার বিরুদ্ধে।

আগামী বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে গত বৃহস্পতিবার স্কুল ছাত্রী নিতু নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হকের কাছে লিখিত আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

লিখিত আবেদনে সূচনা দাস নিতু  (দশম শ্রেণির মানবিক বিভাগের রোল নং-৩) উল্লেখ করেন, গত ৮ নভেম্বর স্কুলে ভুগোল পরীক্ষা চলাকালীন কথিক বিশেষ ক্লাসের ফি ছয় হাজার টাকা না দেওয়ার কারণে নির্বাচনী পরীক্ষার হল থেকে তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যান সহকারি প্রধান শিক্ষক লায়লা আক্তার।

এরপর তাকে বলেন, বিশেষ ক্লাসের বেতন দিতে পারো না তাহলে এই স্কুলে মরতে আসছো কেন? অন্য স্কুলে গিয়ে মরতে পার না। অনেক শিক্ষকের সামনে নিতুকে খুব বাজে ভাবে অপমান অপদস্ত করা হয়। ওই সময় নিতু বারবার তার পরীক্ষার সময় নষ্ট হচ্ছে জানিয়ে তাকে পরীক্ষার হলে যেতে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু লায়লা কিছুতেই কর্ণপাত করেননি।

উল্টো নিতুকে শিক্ষিকা লায়লা বলেন, বিশেষ ক্লাসে বেতন দিতে না পারলে এই স্কুলে মরতে আসছ  কেন। অন্য স্কুলে গিয়ে মরতে পার না।  এতে নিতু ভুগোল পরীক্ষা খারাপ হয়। ওই ঘটনার পরদিন বিজ্ঞান পরীক্ষা থাকায় সেটিও তার খারাপ হয়েছে। ফেল করিয়ে দেওয়া হয় গনিতেও।

নিতু বলেন, আমার বাবা একটি প্রতিষ্ঠানের গার্ড ও স্বল্প আয়ের চাকুরিজীবি। আমি নিজে টিউশনি করে আমার পড়াশোনার খরচ চালাই। আমার স্কুলের কোনো মাসের বেতন বকেয়া নেই এবং পরীক্ষার ফিও দিয়েছি নিয়মিত। তবে বিশেষ ক্লাসের বেতন দিতে পারি নাই। কারণ স্কুলের বেতন ও নিজের খরচ চালানোর পর বিশেষ ক্লাসের বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না।

ইতিপূর্বে আমি স্কুল থেকে বেতন মওকুফ চেয়েছিলাম, কিন্তু তারা আমার বেতন মওকুফ করেনি। তারা আমাকে বলেছে যে, “স্কুলের বেতন পুরোপুরি দিলে বিশেষ ক্লাসের বেতন দেওয়া লাগবে না। সেই অনুযায়ী আমি বিশেষ ক্লাস করেছি। আমি ক্লাসের থার্ড গার্ল হয়ে পরীক্ষায় কেন ফেল করবো। বিশেষ ক্লাসের বেতনের জন্য টেস্ট পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে আমাকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে।

তবে নিতু দাবি করেন, সে অতীতে শুধু গনিতে ফেল করেছিল। কারণ গনিতে শিক্ষক রেখে আলাদা বেতন দেয়া মতো টাকা তাদের কাছে নেই। এবার ৩ বিষয়ে ফেল করার কথা জানার পর সে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আবেদন করলেও স্কুল কর্তৃপক্ষ তাকে সাফ না করে দেন।

তিনি অভিযোগ করে জানান, তিন বিষয়ের মধ্যে ভূগোল পরীক্ষা দিন আমাকে ৪০ মিনিট বিশেষ ক্লাসের বেতন দেয়ার জন্য পরীক্ষা হল থেকে ডেকে নিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। এর পরের দিনই ছিল বিজ্ঞান পরীক্ষা।
ভূগোল পরীক্ষার দিন ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখায় আমি সারাদিন কান্নাকাটি করেছি। পরের দিন আমার বিজ্ঞান পরীক্ষা ছিল । আমার পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করলেও স্কুল কতৃপক্ষ তা দেখাতে বাধ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন।

নিতুর পরীক্ষা দিতে চেয়ে কান্নার ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ১০ লক্ষ ভিউ হয়। শেয়ার হয় ২৩ হাজার। এ নিয়ে পুরো দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell