প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ২:১৯ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জ বন্দরে পরকিয়া প্রেমিকের স্ত্রীর সাথে অভিমান করে স্বপ্নার আত্মহত্যা
নগর সংবাদ।।নারায়ণগঞ্জ বন্দরে পরকিয়া প্রেমিকের স্ত্রীর সাথে অভিমান করে সামিয়া আক্তার স্বপ্না (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৩ই জুলাই মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সামিয়া আক্তার স্বপ্না মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী সামিয়া আক্তার স্বপ্না সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। প্রায় সময়ই তার মোবাইলে একই এলাকার ডিস ব্যবসায়ী দুলাল মিয়ার সাথে মুঠোফোনে কথোপকথন হত। এর ধারাবাহিকতায় গত সোমবার বিকালে ডিস ব্যবসায়ী দুলালের স্ত্রী কনিকা আক্তার জানতে পেরে ওই কিশোরী মেয়ে সামিয়া আক্তার স্বপ্নাকে চড়-থাপ্পর মারে। পরে মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী সামিয়া আক্তার স্বপ্না সকলের অগোচরে ক্ষোভে অভিমানে তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। দরজা বন্ধ থাকায় নিহত কিশোরীর মা জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোক এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ীর এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ীর এসআই মোশারফ হোসেন বলেন, মদনগঞ্জ নয়াপাড়া বকুলতলা এলাকার কিশোরী মেয়ে সামিয়া আক্তার স্বপ্নার আত্মহত্যার সংবাদে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করি। তবে আত্মহত্যার কারন প্রেমঘটিত হতে পারে বলে অনুমান করা যাচ্ছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরেই নিহত কিশোরী সামিয়া আক্তার স্বপ্নার বড় ভাই মো: রনি বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.