প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ১২:২৭ পূর্বাহ্ণ
নারীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল-সাইবার অপরাধে সালমান গ্রেফতার
নারীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল-সাইবার অপরাধে সালমান গ্রেফতার
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সাইবার অপরাধের অভিযোগে মো. সালমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেফতার সালমান দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও বানাতে-ন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, নারীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও ও ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেন সালমান মিয়া। রোববার (১১ ডিসেম্বর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ অধিনায়ক বলেন, সালমান নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে
নারীদের ছবি ব্যবহার করে ফেইক অশ্লীল ছবি ও ভিডিও বানাতেন। এরপর তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। সালমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.