প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৪, ১:০৪ পূর্বাহ্ণ
নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে টেইলারিং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে টেইলারিং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি- স্বর্ণালি বিউটি একাডেমি ও নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ (WEDC) প্লাটফর্ম এর উদ্যোগে ৩মাস ব্যাপি টেইলারিং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ১০ মার্চ রবিবার বিকেলে নারায়নগঞ্জ বন্দর থানা এলাকায় তাওহীদ ফ্রেবিক্স এন্ড লেডিস টেইলার্স কার্যালয়ে এ আয়োজন করা হয়।
স্বর্ণালি বিউটি একাডেমি ও নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ (WEDC) প্লাটফর্ম এর পরিচালক উন্মে কুলসুম এর ব্যবস্হাপনায় নিজ এলাকা বন্দরে ৩ মাস ব্যাপি ১৫ জন নারীকে টেইলারিং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন তাওহীদ ফ্রেবিক্স এন্ড লেডিস টেইলার্স এর পরিচালক ও প্রশিক্ষক মোসাঃ হ্যাপি খন্দকার। প্রশিক্ষনার্থীদের মধ্য সনদপত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম আরজু। এসময় সভাপতিত্ব করেন উন্মে কুলসুম। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোসাঃ হ্যাপি খন্দকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায়। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত থেকে সনদপত্র গ্রহণ করেন সিমা আক্তার, বৃষ্টি আক্তার,শাহীনুর বেগম,ফাহিমা আক্তার,হনুফা আক্তার,সুমাইয়া আক্তার,তানহা,রিতু,মরিয়ম, মরিয়ম বেগম,মাসুমা,মারজিয়া,তানিয়া আক্তার,সুমি আক্তার।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.