প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ১:২১ পূর্বাহ্ণ
নারী দিবসে স্বর্ণালি বিউটি একাডেমির উদ্যোগে সম্মাননা ও সনদপত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
নারী দিবসে স্বর্ণালি বিউটি একাডেমির উদ্যোগে সম্মাননা ও সনদপত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি- ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে স্বর্ণালি বিউটি একাডেমি ও নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ (WEDC) প্লাটফর্ম এর পরিচালক ও প্রশিক্ষক উন্মে কুলসুম এর উদ্যোগে নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলা, সম্মাননা ও সনদ পত্র প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে মর্যাদার সহিত নারী দিবস উদযাপন করেন।
![Open photo](https://scontent.xx.fbcdn.net/v/t1.15752-9/430240737_1121529482487824_6823119606649099494_n.jpg?stp=dst-jpg_p206x206&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_eui2=AeFEXM0Kdu-G66MkXbITWpPJZgiL1zzwOMFmCIvXPPA4wShv3M6LYUocIw1pIe5X0iTKSe8pJobeQ7IdWVI8SmYo&_nc_ohc=LxVuLl-cq1UAX_gH1az&_nc_ad=z-m&_nc_cid=0&_nc_ht=scontent.xx&oh=03_AdTP2IGsOfV9nQyyQ-T7TFXeg07HC--gID0kGc5F4OFDqg&oe=66140AA0)
৮ মার্চ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বর্ণালি বিউটি একাডেমি ও নারী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ (WEDC) প্লাটফর্ম এর পরিচালক উন্মে কুলসুম এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান বিউটিশিয়ান ও সমাজ সেবক নাসরিন । আলোচনা শেষে স্ব স্ব পেশায় আত্মনির্ভরশীল কয়েকজন আলোকিত উদ্যোক্তাদের নারী দিবস উপলক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উদ্যোক্তা হিসেবে সন্মাননা গ্রহন করেন তাবাসসুম আক্তার ঝুমি, নুসরাত হোসেন রিফাত, ফাহিমা,কহিনুর,জাহানারা নূর,রাবেয়া,শিলা,আঁখি,রিদিকা,ফাতেমা,ফিরুজ, সারমিন,সাদিয়া চৌধুরী, লাবনী ও মিম আক্তার। সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে। এ সময় অনেক নারী উদ্যোক্তা ও সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.