প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২২, ৪:৩৯ পূর্বাহ্ণ
নাসিক ৮নং ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
নগর সংবাদ।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ও ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন করতে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, ৯-৩-২০২২ ইংরেজি রোজ বুধবার বিকেলে ৪ টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, উচ্ছেদ অভিযান পরিচালনায় নাসিক ৮নং ওয়ার্ডের কেনাল পাড়, বউ বাজার, লাকি বাজার, এনায়েতনগর, চৌধুরী বাড়ি বাস স্টান ও চৌধুরীর বাড়ি আদর্শ বাজার উচ্ছেদ অভিযান চালিয়ে সকলকে সতর্ক করে দিয়েছেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে যদি নিয়ম অমান্য করে কেউ রাস্তার মধ্যে কোনো প্রকার মালামাল রাখে তা জব্দ করা হবে বলে জানিয়েছেন। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন আমি এই ওয়ার্ডে ৩ বার নির্বাচিত হয়েছি এবং আমার ওয়ার্ড বাসীদের কথা দিয়েছিলাম সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গর্ব তাই ওয়ার্ড বাসীদের সহযোগিতায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করলাম এবং এই অভিযান অব্যাহত থাকবে পাশাপাশি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যাঁর যাঁর এলাকা গুলো নিজ থেকে পরিস্কার রাখেন তা হলেই একটি সুন্দর ওয়ার্ড তৈরী হবে। একটি সময় রাস্তা করতে গিয়ে অনেক বাধা অতিক্রম করে আজ তার সুফল ভোগ করছি সবাই ঠিক তেমনই পরিস্কার ওয়ার্ড গড়তে পারলে সুফল ভোগ করবে আপনার আমার আগামী প্রজন্ম।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.