আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নশীল দেশ বাস্তবায়ন করবে কে, এমন প্রশ্ন তুলে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে সেরকম একজন নেতা দেখান।
রোববার (২৫ জুন) রাতে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে?’
শেখ হাসিনা বলেন, ‘আমাকে একটা লোক দেখান যে সে করতে পারবে; নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে; একটি মানুষ দেখান। সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই। ’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা জানি, উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে উন্নত করতে হলে, আমাদেরই দরকার। তাই জনগণকে এটিই বলবো, বার বার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশের সেবা করতে পেরেছি বলে আজকে আমরা দেশটাকে এই উন্নয়নের ধারায় নিয়ে আসতে পেরেছি। দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আজকে বেকারত্বের সংখ্যা মাত্র তিন ভাগ। ’
বাংলাদেশ এগিয়ে যাবে, পিছিয়ে থাকবে না আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে বিজয়ী জাতি বাঙালি মাথা উঁচু করেই চলবে। ’