প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ১:৩৮ পূর্বাহ্ণ
নিউইয়র্কে জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার
নিউইয়র্কে জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে প্রবাস মেলা’র সৌজন্য কপি উপহার
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃপ্রবাসী বাংলাদেশী ফোরামের ব্যানারে ৮ সেপ্টেম্বর ২০২৪, রোববার বিকেল সাড়ে ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অন্তর্বর্তী সরকারের কাছে ১৩ দফা দাবি আদায় উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠিকানা নিউজ ও ঠিকানা টেলিভিশনের চিফ ইন এডিটর ও সিইও খালেদ মুহিউদ্দীন। সভার শুরুতে প্রবাস মেলা’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও মূলধারার রাজনীতিক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নন্দিত সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।খবর বাপসনিউজ। উল্লেখ্য, জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন। এর আগে তিনি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা বিভাগের দায়িত্বে ছিলেন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। দীর্ঘ সময় ধরে খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো’তে। পরে তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন এক সময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসেন সাংবাদিকতায়। খালেদ মুহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। খালেদ মুহিউদ্দীন ১৯৭৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। ব্যক্তিগত জীবনে তিনি ২০০১ সালের ২ ফেব্রুয়ারি আইএফসি ব্যাংক কর্মকর্তা ফারহানা শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির রয়েছে একটি কন্যাসন্তান।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.