নগর সংবাদ || মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী || অতিবৃষ্টির কারণে গতকাল রাতে নিউইয়র্ক সিটির রাস্তার বেহাল অবস্থা !ঘূর্ণিঝড় আইডার প্রভাবে বিগত দেড়শ বছরের রেকর্ড পরিমাণ বৃষ্টি ও সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরটির মেয়র বিল ডে ব্লাসিও জানিয়েছেন, ইতিহাসের ভয়ংকর বন্যা হয়েছে।
রাস্তাঘাটের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তিনি তার টুইটার একাউন্ট থেকে দেয়া পোস্টে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে জানান, নগর জুড়ে রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এক ঘণ্টায় নিউইয়র্কে ৮ সে. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে রাস্তায় বের হতে নিষেধ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী বাহিনী। বেশিরভাগ সাবওয়ে স্টেশন বন্ধ রাখা হয়েছে।