প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২১, ১২:১০ পূর্বাহ্ণ
নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান চায় পরিবার।
রিপোর্ট : আশিকুর রহমান,কলমাকান্দা ( নেত্রকোনা) প্রতিনিধি। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাসেদুল (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। মাসেদুল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের রোকন উদ্দিনের ছেলে এবং ঘোড়াশাল দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। নিখোঁজের চাচাত ভাই মুফতি আনোয়ার হোসেন মাহমুদী জানান, সোমবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘোড়াশাল দারুল উলুম মাদ্রাসা থেকে চুল কাটার কথা বলে বের হয় মাসেদুল। তার পর থেকে সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমন অবস্থায় তার পরিবার তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও জানান, মাসেদুল নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.