টাংগাইল সখি কনিকা হারিয়েছে,, সন্ধান পেলে যোগাযোগ,,০১৭৪৬৪৭২৬৬০
টাংগাইল প্রতিনিধি।। কনিকা নামের আট বছরের এই স্কুলছাত্রী ফুটফুটে চাঁদের মত মেয়েটি টাংগাইল সখিপুর উপজেলার ইন্দারজানি স্কুল মাঠ হতে বৃ্হস্পতিবার সকালে বোরখা পরিহিত এক নারী মজার প্রলোভন দেখিয়ে উঠিয়ে নিয়ে যায়। এখনো তার কোন খোঁজ মেলেনি। মেয়েটির বাবার নাম: মোহাম্মদ কামাল হোসেন, গ্রাম, ইন্দারজানি, সখিপুর, টাঙ্গাইল। তার কোন সন্ধান পেলে যোগাযোগ করুন। ০১৭৪৬৪৭২৬৬০। মেয়েটির বাবা-মার বিচ্ছেদ হয়েছে দু বছর। বাবা প্রবাসে থাকে মেয়েটি তার সৎ মায়ের কাছে থাকে। মেয়েটির গর্ভধারিনী মায়ই ছলনা করে মেয়েটিকে নিয়ে গেছে। তার সৎ মা কান্নাকাটি করছে। তবে মা মেয়ে কোথায় আছে কেউ খোঁজ দিতে পারছে না। দিয়ে মেয়েটিকে যাতে তার বাবা মা ফিরে পেতে পারে একটু সাহায্য করুন, আল্লাহ আপনার মঙ্গল করবে।