প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২১, ১:৫৪ পূর্বাহ্ণ
নিষেধাঙ্গা, অনুরোধ তোয়াক্কা না করে নাড়ির টানে ঘড় ফেরা মানুষের ঈদ উদযাপনের চেষ্টা।
শাকিল বাঘ।।সারাদেশে করোনা ভাইরাস রোগীর সংখ্যা বেড়ে যাওযায় সরকার সারাদেশে লকডাউন ঘোসনা করছে। সরকার নির্দেশ দেয় , যে যেখানে আছেন সেখানে ঈদ উদযাপন করার।
এ নির্দেশ তোয়াক্কা না করে জনসাধারন সকল জেলার মানুষ ঢাকা শহর ছেড়ে নাড়ির টানে নিজ গ্রামে আত্মীয় স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য (করোনা ভাইরাস )মৃত্যু তোয়াক্কা না করে পায়ে হেঁটে ,মটর ,সাইকেল ,কাভার্ড ভ্যানে চলছে নিজ গন্তব্যে ।এতে অতিরিক্ত মুনাফা লাভের জন্য গাদাগাদি করে নিচ্ছে যাএী কার কাছ থেকে ছড়ায় ভাইরাস মরন ব্যাধি কেহ জানে না ।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.