নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকাল ৫ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল আনোয়ার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, জেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদিক তুহিন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার কাজী আমানুজ্জামান, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান আবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্ধশতাধিক শিক্ষার্থীরা এতে অংশ নেন। নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল করিম জানান, অনেক বছর পর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল ও আড্ডা এক মিলনমেলায় পরিণত হয়।
নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, এ রকম আয়োজন নীলফামরীতে করায় ও সকলেই এক হতে পেরে আনন্দিত। এর মাধ্যমে আমাদের ঢাবি’য়ানদের সম্পর্ক বৃদ্ধি করবে। নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন জানায়, নীলফামারীতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ইফতার মাহফিল ও আড্ডা অনুষ্ঠানটি উপস্থিত সকলের জন্য একটি মূল্যবান এবং অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা ছিলো।নীলফামারী জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার কাজী আমানুজ্জামান বলেন, আমারা আসতে পেরে আনন্দিত এ ধরনের আয়োজন আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।