প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৪, ১:২৩ পূর্বাহ্ণ
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযান ও হাইড্রোলিক হর্ন জব্দ
নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযান ও হাইড্রোলিক হর্ন জব্দ।
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ বিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ণ জব্দ অদ্য ১৭/০১/২০২৪ তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার সদর উপজেলার কালিতলা নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সোহেলী নোশিন প্রত্যাশা এবং প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৩টি যানবাহনের বিরুদ্ধে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৬টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.