নগর সংবাদ।।নীলফামারীর ডোমারে পুকুরে গোসল করতে গিয়ে আল আমীন হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ও আরো এক শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর স্কুল এন্ড কলেজের এ ঘটনাটি ঘটে। নিহত আল আমীন হোসেন উক্ত এলাকার হরিমন্দির পাড়া গ্রামের মোহাম্মাদ রাজা মিয়ার । এসময় আল আমীন কে পুকুরে খুঁজতে গিয়ে পানিতে ডুবে অসুস্থ হন আল আমীনের চাচাতো ভাই হাফজুল ইসলাম। পরে এলাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
সরজমিনে গিয়ে এবিষয়ে কয়েকজন এলাবাসীর সাথে কথা হলে রবিউল ইসলাম নামে একজন জানান আল আমীন ও তার চার বন্ধু মিলে তারা পুকুরে গোসল করতে গেলে আল আমীন পুকুরের পানিতে ডুবে যায় তখন তার বন্ধুরা চিৎকার শুরু করলে আল আমীনের চাচাতো ভাই হাফজুল তাকে উদ্ধার করার জন্য পুকুরে ডুব দিলে সে ও অসুস্থ হয়ে পড়েন তখন আমরা এলাবাসী হাফজুলকে উদ্ধারর করতে গিয়ে দেখি আল আমীনেরর লাশ পুকুরেরর পানিতে ভাসছে তখন আমরা হাফজুল ও আল আমীন কে উদ্ধার করি।
এ বিষয়ে মটুকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ক ইসমাত আরার সাথে কথা বলার চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এদিকে মটুকপুর ইউনিয়নের উক্ত এলাকার মেম্বার মিন্টু মিয়ার সাথে কথা হলে তিনি জানান পুকুরটি ঐ এলাকার। সবাই সব কাজে ব্যবহার করে কিন্তু আজকে যে এমন একটি ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারছি না। আর আহত হাফজুল নিহত আল আমীন হোসেনের চাচা চান মিয়ার ছেলে। এদিকে বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি সাইফুল ইসলাম জানান আমি এবিষয় টি শুনেছি তবে এখন পযন্ত কোন অভিযোগ আসেনি তবে কোন অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিব