প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।
নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সদর থানা চত্বরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি উত্তম কুমার বাদল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সদর পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায়, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। এসময় লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, চড়াইখোলা চেয়ারম্যান ইউপি মাসুম রেজা, সংগলশী ইউপি চেয়ারম্যান কাজি মোস্তাফিজুর রহমান, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান প্রসান্ত রায়, পুলিশ পরিদর্শক পলাশ, টি আই জ্যোতির্ময় রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.