স্টাফ রিপোর্টার
নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আয়োজনে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে র্যালিটি সমাবেশে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ. এইচ. এম. সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।