মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। গত বছরের ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির মহাসমাবেসে দলটির নেতাকর্মীর সংঘর্ষে পুলিশ কনেষ্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যাকারী পলাতক আসামি আলমগীর হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে ডিএমপি’র সহযোগিতায় ডিমলা পুলিশ। নিহত পারভেজ মনিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলীর বড় ছেলে। নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন উপজেলার ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মাতা বিলকিস বেগম ও পিতা আমিরুল ইসলামের ছেলে। সে ডিমলা উপজেলা শাখার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এব্যাপারে গত ১ নভেম্বর/২৩ ডিএমপি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২। পুলিশ সুপার জানান, সোমবার (৪ মার্চ) সকালে নীলফামারী ডিমলা উপজেলা শহরের পোষ্ট অফিস মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। ডিবি ও ডিএমপি’র সহযোগিতায় ডিমলা থানা পুলিশ ভোর থেকে অভিযান চালিয়ে (উপজেলা শহরের পোষ্ট অফিস মোড় থেকে) তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, আজ সকালে তাকে ডিএমপি’র পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।