মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। ‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই’ এই দাবীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা সভাপতি ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন , ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে প্রধানমন্ত্রীর নজরে আনার বিষয় তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল আনোয়ার ও নীলফামারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম প্রমূখ।