আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। এ সময় প্রকৃতিতে থাকার কথা ভরা বর্ষা। কিন্তু এ মৌসুমেও মিলছে না বৃষ্টির দেখা। তাই দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি না হওয়ায় আমন চারা রোপণে ব্যাঘাত ঘটছে। মূলত আমন চারা রোপণ করতে বৃষ্টির ওপরই নিভর্র করতে হয়। যথা সময়ে বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায় হিসেবে সেচযন্ত্র ব্যবহার করে আমন চারা রোপণ করছেন কৃষকেরা। এতে আবাদে খরচ বৃদ্ধি ও উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানির অভাবে কৃষকরা পঁচাতে পারছেন না পাট। এরই মধ্যে আমন চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। আমনের চারা রোপণের উপযুক্ত সময় আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত। কোথাও জমি তৈরি, কোথাও সেচ দেওয়া, কোথাও চারা রোপণ আবার কোথাও বীজতলা থেকে চারা উত্তোলন করা হচ্ছে। নীলফামারী ডিমলা উপজেলার কৃষক আইয়ুব আলী বলেন, বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টি না থাকায় বৈদ্যতিক সেচ পাম্প দিয়ে জমি তৈরী করে চারা রোপণ করেছি। ডোমার উপজেলার কৃষক আলমগীর হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় এখনো আমনের চারা রোপণ করতে পারিনি। জমিগুলো রোদে ফেটে চৌচির হয়ে গেছে। এবারেও বৃষ্টি না হওয়ায় খাল-বিলে পানি নেই। পাট পঁচাতে পারছি না। পাট কেটে জমিতেই ফেলে রেখেছি। বৃষ্টির অপেক্ষায় আছি। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, চারা রোপণের এখনো সময় আছে অন্তত ১৫ দিন। এ জন্য তারা বিকল্প উপায়ে আমন চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষকদের।